
Rana Sikder
CrickBangla Reporter
বড় ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের জন্য টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন শামি
19 December 2020 , 11:00 PM
অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে ইনিংস শেষ হয়ে যেতে না যেতেই বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের জন্য বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মোহাম্মদ শামি।
এই জোরে বোলারের ডান হাতের হাড় ভেঙে গেছে। ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে মোহাম্মদ শামির ডানহাতে। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বলও করতে পারেননি। শামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য।
স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তাঁর হাড় ভেঙেছে। সিরিজের বাকি তিনটি টেস্টে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।
কামিন্সের বল লাগার পরে মাঠেই তাঁর শুশ্রূষা করতে ছুটে আসেন দলের চিকিৎসকরা। প্রথমে ব্যথা কমানোর জন্য স্প্রে করা হয়। এরপর শামি ব্যাট করার চেষ্টা করেন। কিন্তু পারেননি। চিকিৎসকরাও তাঁকে ব্যাট করার অনুমতি দেননি।
ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলিকে শামির চোট নিয়ে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেছিলেন, “শামির চোট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। স্ক্যানের রিপোর্ট এলে বলা যাবে। প্রচণ্ড যন্ত্রণা ছিল, হাতই তুলতে পারছিল না ও।”
দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। তার আগে শামির চোট এবং বাকি সিরিজ থেকে ছিটকে যাওয়া ভারতীয় দলকে যে আরও বিপদে ফেলে দিল, তা বলাই বাহুল্য।
বিরাট কোহলি দেশে ফিরে আসবেন। এমন অবস্থায় শামিকে না পাওয়াটা অধিনায়ক অজিঙ্ক রাহানের মাথা ব্যথা আরও বাড়াবে। এর আগে ভারতীয় দলের আরেক পেসার ইশান্ত শর্মাও চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন। আইপিএলের সময়ই চোট পান ইশান্ত।
TAG : Australia tour of India, Mohammad Shami
KEYWORDS : Australia tour of In
This News Related By : India.