
Rana Sikder
CrickBangla Reporter
কলকাতার জার্সি গায়ে পঞ্চাশতম ম্যাচ, নতুন মাইলফলক সাকিবের
14 April 2021 , 01:10 PM
কলকাতার হয়ে পঞ্চাশতম ম্যাচে গতকাল মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এই অজর্নের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে তাকে ‘বিশেষ ক্যাপ’ তুলে দিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট।
২০১১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় সাকিবের। এরপর টানা সাত মৌসুম দলটির হয়ে খেলেন তিনি। পরের দুই মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলেন বাংলাদেশে অন্যতম এই সেরা ক্রিকেটার। নিষেধাজ্ঞার কারণে আইপিএলএর গত মৌসুমে খেলতে পারেননি সাকিব।
তবে এবার আবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছেন এই তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের পর দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও দলটির একাদশে ছিলেন সাকিব।
কলকাতার জার্সি গায়ে এই ম্যাচটি তার পঞ্চাশতম ম্যাচ। এই উপলক্ষে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে ‘বিশেষ ক্যাপ’ তুলে দিয়েছেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএলে কলকাতা দুইবার শিরোপা জিতেছে, দুটিতেই দলে ছিলেন সাকিব আল হাসান।
এইবারের মৌসুমে প্রথম ম্যাচে বল হাতে এক উইকেট আর ব্যাট হাতে তিন রান করেন সাকিব। দ্বিতীয় ম্যাচ দিয়েই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এই ম্যাচে বল হাতে এক উইকেট এবং ব্যাট হাতে নয় রান করেন সাকিব।
TAG : Shakib, IPL, KKR
KEYWORDS : Shakib, IPL, KKR
This News Related By : India.