ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২৭-০৫-২০২১
Feature Image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) নবম আসর শুরু হবে আগামী ২৮শে আগস্টছয় দলের টুর্নামেন্টটির নতুন মৌসুমে তৃতীয়বারের মতো জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব আল হাসানবৃহস্পতিবার সিপিএল এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে

২০১৩ সালে টুর্নামেন্টটির প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টেসের হয়ে খেলেন সাকিবএরপর ২০১৬ সালে জ্যামাইকার হয়ে শিরোপা জেতেন এই বাঁহাতি স্পিনারফাইনালে গায়ানা অ্যামাজনকে মাত্র ৯৩ রানে আটকে ফেলার পেছনে বড় ভূমিকা ছিল সাকিবের৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট২০১৭  আসরেও খেলেন জ্যামাইকার হয়েএরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসে ফিরে আসেন সাকিব২০১৯ মৌসুমে শিরোপাও জেতেন দলটির হয়ে

এরপর নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া ৮ম আসরটি। টি-টোয়েন্টিতে সাকিবের সেরা বোলিং ফিগার ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্টটিতেইত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে বার্বাডোজের হয়ে ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। সাকিব সিপিএলে মোট ৩০ ম্যাচ খেলে নিয়েছেন ২৯ উইকেট২৫ ইনিংসে ১৮.৮৫ গড়ে করেছেন ৩৫৪ রানফিফটি একটি

আগামী ২৮ শে আগস্ট থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ হবে সিপিএলের এবারের আসরকোভিড পরিস্থিতির কারণে ৩৩টি ম্যাচের সবগুলোই হবে এক ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসে