
Rana Sikder
CrickBangla Reporter
দীর্ঘ বিরতির পর সাকিব ফের জাতীয় দলে ফেরায় নির্বাচকরা বেশ স্বস্তিতে
21 May 2021 , 04:30 PM
সাকিব আল হাসান মানে দলে দু’জন ক্রিকেটার। বিশ্বসেরা এ অলরাউন্ডার থাকলে দল সাজাতে বেশ সুবিধা হয় নির্বাচকদের। একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যানকে খুব সহজেই একাদশে জায়গা করে দেয়া যায়। তবে গেল কয়েক বছর ধরেই সাকিবকে দলে পাওয়া নিয়ে থাকছে অনিশ্চয়তা। এক বছর নিষিদ্ধ ছিলেন। এরপর জাতীয় দলে ফিরেছেন এই বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
তাকে পেয়ে যখন টাইগার শিবিরে স্বস্তির হাওয়া ঠিক তখনই ইনজুরি, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি ও শেষ পর্যন্ত আইপিএলে খেলার কারণে তিনি অনুপস্থিত থাকেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। তবে এবার ঘরের মাঠে লঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দলে নেয়ার সুযোগ পেয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু্।এ কারণেই দারুণ স্বস্তিতে তিনি।
প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণার পর নান্নু বলেন, ‘সাকিব বেস্ট খেলোয়াড়। ও থাকলে দল ভালো হয়। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। ঘরের মাঠে আমরা সবসময় ভালো খেলি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। আমরা তাই একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’
২৩ শে মে থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরআগে এই সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ই মে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। ঘোষণা হয় ১৫ সদস্যের চূড়ান্ত দল। অধিনায়ক তামিম ইকবাল এবার মাঠে নামবেন শক্তিশালী স্কোয়াড নিয়ে। প্রাথমিক দল থেকে ইনজুরির কারণে আগেই ছিটকে পড়েছিলেন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তবে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আছেন মূল স্কোয়াডে। তাদের সঙ্গে দলে রাখা হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামকে। সাকিব ফেরায় স্পিন নিয়েও খুব একটা চিন্তা নেই। মেহেদী হাসান মিরাজ ও অলরাউন্ডার মাহাদী হাসানকে দলের স্পিন শক্তির ধার বাড়াতে সুযোগ দেয়া হয়েছে।
TAG : Shakib Al Hasan, BangladeshCricket, Minhajul abdein Nannu
KEYWORDS : Shakib, BCB, Nannu
This News Related By : Bangladesh.