বিসিবিকে আগাম ৭৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার প্রস্তাব সাকিবের!

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২১-০২-২০২২
Feature Image

ভেঙ্গে ভেঙ্গে জরিমানা না দিয়ে, উভয় পক্ষের সময় বাচাতে, বিসিবিকে ২০২২ সালের জন্য আগাম ৭৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার প্রস্তাব দিয়েছে সাকিব, বছর শেষে এরচেয়ে কম জরিমানা উঠলেও টাকা ফেরত নিবেন না এবং বিসিবি কর্মকর্তাদের উন্নয়ন ফান্ডের জন্য দিয়ে দিবেন এই শর্তে যে বারে বারে কোন নিয়ম ভঙ্গের নামে তাকে জিজ্ঞাসাবাদ বা বিরক্ত করা যাবে না, আগাম প্রেরিত অর্থ থেকে কেটে রাখতে হবে, কোন প্রশ্ন থাকলে সাকিবে আল হাসানের অফিস পিয়নের সাথে যোগাযোগ করবে বিসিবিপ্রস্তাবের ব্যাপারে এখনও সিধান্ত জানায় নাই বিসিবি, ধারনা করা হচ্ছে আফগান ওয়ানডে সিরিজ শেষে বোর্ড মিটিং করে জানাবে, মিটিংএ সাকিবের হয়ে উপস্থিত থাকবেন সাকিবের ম্যানেজার এবং এজেন্ট

উল্লেখ্য, বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে, আর্থিক জরিমানা করে থাকে বিসিবি। এক্ষেত্রে ব্যস্ত সময়সূচীর মাঝে এই ধরনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও বিসিবির উভয়েরই মূল্যমান সময় নষ্ট হয় বলে মনে করেন সাকিব আল হাসান।  এর প্রতিকার হিসেবে ভিন্ন এই ধরনের প্রস্তার সাকিবের।