News

01:15 AM player

Shakib now in the test all-rounder list

Mahmudul

CrickBangla Reporter

টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়েও ফিরেছেন সাকিব

8 December 2020 , 01:15 AM

এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট ম্যাচ না খেললেও সাকিব আল হাসান সোমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে নাম লেখান।

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছিল, যেখানে অক্টোবরে আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি হওয়া এই অলরাউন্ডার এই তালিকায় ফিরে এসেছেন।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালের .৫-৯ সেপ্টেম্বর সর্বশেষ টেস্ট ম্যাচ খেলা সাকিবের বর্তমানে ৩৬৬ রেটিং পয়েন্ট যা এক নম্বর স্থানে থাকা বেন স্টোকসের এর চেয়ে ৮০ কম।

৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে সাসপেনশনের আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে টেস্ট খেলতে  না পারায় ৩১ পয়েন্ট হারিয়েছিলেন।

স্টোকসের পরে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার (৪৩৪) এবং ভারতের রবীন্দ্র জাদেজা (৩৯৭) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন সাকিবের উপরে।

TAG : Shakib Al Hasan Test All-rounder, ICC
KEYWORDS : Shakib Al Hasan Test

This News Related By : Bangladesh.