
Rana Sikder
CrickBangla Reporter
অজিদের লজ্জার দিনে অনন্য রেকর্ড করলেন সাকিব
10 August 2021 , 03:54 PM
চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাট ও বল হাতে সাকিব আল হাসানের পারফরমেন্স ঠিক ‘সাকিবীয়’ ছিল না। সেদিন ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, ‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। সে ঘুরে দাঁড়াবেই।’ রিয়াদের কথার মতোই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতো প্রত্যাবর্তন করলেন সাকিব। ব্যাট হাতে যদিও সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। তবে বোলিংয়ে সেটা পুষিয়ে দিয়েছেন। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রানে তুলে নেন অস্ট্রেলিয়ার ৪ উইকেট। এরমধ্যে একটি ওভার করেছেন উইকেট মেডেন। ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল। ব্যক্তিগত পারফরমেন্সে পুরো সিরিজে ছিলেন উজ্জ্বল। দলও সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। জিম্বাবুয়ে সফরে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সেই ধারা অব্যাহত অস্ট্রেলিয়ার বিপক্ষেও। সাকিব তাই স্বপ্ন দেখছেন অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের সিরিজ সেরার সংখ্যা এখন ১৬। যা তৃতীয় সর্বোচ্চ। দুইয়ে থাকা বিরাট কোহলি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ১৭ বার। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ১৯ বার সিরিজ সেরা হয়ে রয়েছেন সবার উপরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ প্রসঙ্গে সালিব বলেন, “বাড়তি অনুপ্রেরণা থাকে যখন বড় বড় দলের সঙ্গে খেলা হয়, যারা সাধারণত আমাদের দেশে সফরে আসে না নিয়মিত, তাদের সঙ্গে খেলা হলে একটু বাড়তি অনুপ্রেরণা তো থাকেই। যেহেতু আমাদের জিম্বাবুয়েতে একটা ভালো সিরিজ গিয়েছে এবং সবাই খুব অনুপ্রাণিত ছিল যে এই সিরিজটাও আমাদের ভালো করতে হবে, যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনো সিরিজ জিতিনি এবং এটা একটা সুযোগ ছিল, তাই আমরা সবাই চেয়েছিলাম যেন দলগতভাবে ভালো করতে পারি। সেটাই হয়েছে।”
TAG : Bangladesh, Australia, T20 Series, Shakib
KEYWORDS : BD, T20, Shakib
This News Related By : Bangladesh.