
Rana Sikder
CrickBangla Reporter
যুক্তরাষ্ট্রে পোঁছানোর আগেই দুঃসংবাদ পেলেন সাকিব
16 December 2020 , 10:00 PM
গুরুতর অসুস্থ শ্বশুরের পাশে থাকতে জরুরি ভিত্তিতে কাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসান।
কিন্তু দুর্ভাগ্য! যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তিনি পেলেন দুঃসংবাদ। সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ দুপুরে।
সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে বাধ্য হয়েই সাকিব রওয়ানা দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তার পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।
প্রয়াত মমতাজ আহমেদের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তার মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেয়া হবে সিদ্ধান্ত।
শ্বশুরের মৃত্যুর দুই দিন আগে সাকিব পেয়েছেন আরেক দুঃসংবাদ। গত সোমবার মারা যান সাকিবের ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরায়।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। শুক্রবার ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা।
TAG : Shakib Al Hasan, BangladeshCricket
KEYWORDS : Shakib Al Hasan, Ban
This News Related By : Bangladesh.