
Rana Sikder
CrickBangla Reporter
পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন সাকিব আল হাসান
18 February 2021 , 08:45 PM
নিষেধাজ্ঞা থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ আসরে খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে আগামী আসরের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি আগ্রহ ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। বৃহস্পতিবার আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সবচেয়ে বেশি দামি বিক্রি হলেন কোন বাংলাদেশি ক্রিকেটার। সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরুই হয়েছিল কলকাতায়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট রাইডার্সের হয়ে খেলেন টাইগার অলরাউন্ডার। এরপর ২০১৮ ও ২০১৯ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর আবারো আইপিএলে সাকিবকে মাঠ মাতাতে দেখা যাবে কলকাতার জার্সিতে।
চেন্নাইয়ে চতুর্দশ আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
২০১১ আইপিএলে প্রথমবার সাকিবকে নিয়েছিল কলকাতা ৪ লাখ ২৫ হাজার ডলারে। ২০১৪ আইপিএলের নিলামে আবার তারা সাকিবকে কিনে নেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে। ২০১৮ সালের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ ২ কোটি রুপিতে দলে ভেড়ায় সাকিবকে।
২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে জেতেন আইপিএল শিরোপা। ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলেছেন সাকিব। আইপিএলের ৯ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৪৬ ম্যাচ। দুই ফিফটিতে ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ২১.৩১ গড়ে করেছেন ৭৪৬ রান। সর্বোচ্চ ইনিংস ৬৬ রানের। ৭.৪৬ ইকোনমিতে সাকিবের শিকার ৫৯ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।TAG : Shakib Al Hasan, KKR, IPL2021
KEYWORDS : Shakib Al Hasan, KKR
This News Related By : Bangladesh.