News

11:00 PM player

Shai Hope, who did not come to Bangladesh on the pretext of corona, is infected with corona in his own country

Rana Sikder

CrickBangla Reporter

করোনার অজুহাতে বাংলাদেশে না আসা শাই হোপ, নিজ দেশেই করোনায় আক্রান্ত

27 January 2021 , 11:00 PM

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ১০জন ক্রিকেটার। নাম প্রত্যাহারের তালিকায় ছিলেন শাই হোপও। সফরে না এসেও করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না এই ক্যারিবীয় ওপেনার। নিজ দেশেই করোনা পজিটিভ হয়েছেন তিনি।

শাই হোপের ভাই কাইল হোপও করোনায় আক্রান্ত হয়েছেন। যার কারণে ঘরোয়া ক্রিকেট আসর রেজিওনাল সুপার ৫০ কাপ ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না হোপ ভাইদ্বয়। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বার্বাডোজ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাদের।

গত ২৪শে জানুয়ারি করোনা পরীক্ষা করা হয় রিজিওনাল সুপার ৫০ কাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের। সেখানেই পজিটিভ এসেছেন শাই হোপ, কাইল হোপ।


আগামী ৭ই ফেব্রুয়ারি এন্টিগায় শুরু হবে টুর্নামেন্টটি। যা চলবে ২৭শে ফেব্রুয়ারি অবধি। আপাতত বার্বাডোজ সরকারের প্রটোকল মোতাবেক আইসোলেশনে থাকতে হবে তাদের।
করোনা পরবর্তীতে দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই করোনার কারণে সফরে অসম্মতি জানায় উইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার, শাই হোপ, রস্টন চেজ ও কিমো পলের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।

সারা বিশ্বব্যাপী যখন আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলছে বায়ো বাবলের সুরক্ষার মধ্যে, জন জীবনযাপনও প্রায় স্বাভাবিকের পথে- তখন এই যুক্তিতে উঠছে নানা প্রশ্ন। কারণ এই হোল্ডাররাই করোনার বাজে পরিস্থিতিতে সিরিজ খেলে এসেছেন ইংল্যান্ডে। তবে বেশির ভাগ ক্রিকেটারদের বাংলাদেশে না আসার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখেছে উইন্ডিজ বোর্ড।

TAG : Shai Hope, West Indies, Corona
KEYWORDS : Shai Hope, Corona

This News Related By : Windies.