প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে ছিলেন না শাদাব খান। তবে পাকিস্তান ম্যানেজমেন্ট আশায় ছিলেন সিরিজের দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত তার এই ইনজুরি নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে।
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন শাদাব। এই চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। শুধু নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নয়, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।
নেপিয়ারের টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছিল ৪ উইকেটে। তবে জয়ের মধ্যে দুশ্চিন্তায় মেঘ জন্মে ওই ম্যাচেই শাদাব চোটে পড়লে। পরে এমআরআই করে নিশ্চিত হওয়া যায় বাঁ উরুতে চোট পেয়েছেন তিনি।
আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, শাদাবের চোটটা গুরুতর, তাই ছয় সপ্তাহ কাটাতে হবে মাঠের বাইরে। তাকে ছাড়াই শুরু হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। এই ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছেন শাদাব। এখন চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম বলেন, ‘এমআরআই রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, চোটটা একেবারে নতুন, জিম্বাবুয়ে সিরিজের সময় যেটা হয়েছিল সেটা নয়। শাদাব এখন ছয় সপ্তাহের রিহ্যাবে থাকবে।’
নিউজিল্যান্ড সিরিজ শেষ পাকিস্তানের পরবর্তী মিশন হবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে তারা খেলবে দুই টেস্ট ও তিন ওয়ানডে। দুই দলের সিরিজ ২৬শে জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি।
By Crick Bangla