
Rana Sikder
CrickBangla Reporter
শচীনের ছেলে অর্জুন খেলবেন বাবার দল মুম্বাই ইন্ডিয়ান্সে
18 February 2021 , 09:45 PM
বাবা শচীন টেন্ডুলকার ব্যাটসম্যান হলেও সে পথে হাঁটেননি অর্জুন টেন্ডুলকার। অর্জুন মিডিয়াম পেসার। ব্যাটিং কিংবদন্তির ছেলে অর্জুন টেন্ডুলকার আইপিএলের নিলামে প্রথমবার নাম দিয়েই দল পেয়েছেন। খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে অর্জুন খেলবেন আইপিএলের সবচেয়ে সফল দলটিতে।
২১ বছর বয়সী অর্জুনের সম্প্রতি স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয়েছে মুম্বইয়ের রাজ্য দলের হয়ে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুই ম্যাচ খেলে আইপিএলের নিলামে নাম নিবন্ধন করার শর্ত পূরণ করেন অর্জুন।
আইপিএলে দল পেয়েছেন হরভজন সিং। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে ৪০ বছর বয়সী এই স্পিনার খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। চেতশ্বর পুজারাকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
TAG : Arjun Tendulker, Sachin Tendulker, IPL2021
KEYWORDS : Arjun Tendulker, Sac
This News Related By : India.