সাদা বলের ক্রিকেট শেষ। এ বার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ। আর সেই সিরিজে চোট সারিয়ে ওঠা রোহিত শর্মাকে খেলতে দেখতে চাইছেন শচীন টেন্ডুলকার।
সংবাদ সংস্থাকে শচীন বলেছেন, “আমি জানি না এখন রোহিতের ফিটনেস কেমন। এটা বিসিসিআই আর রোহিতই জানে। ওরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। ফিজিও ও টিম ম্যানেজমেন্টের সঙ্গেও নিশ্চয়ই কথা হচ্ছে। রোহিতের ব্যাপারে ওরাই ঠিকঠাক বলতে পারবে।
তবে রোহিত যদি সমস্ত ফিটনেস টেস্ট পাশ করতে পারে, তাহলে ওর মতো ক্রিকেটারের অস্ট্রেলিয়ায় থাকা উচিত। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে রোহিতকে নিয়ে যাওয়া উচিত।”
বিরাট কোহলির প্রথম টেস্টের পর দেশে ফিরে আসাকে বাকিদের কাছে সুযোগ বলে চিহ্নিত করেছেন সচিন।
বলেছেন, “কোনও সন্দেহ নেই যে বিরাটের অভাব অনুভূত হবে। কিন্তু এটা ব্যক্তি নয়, দলগত খেলা। কেউ তো চোট পেয়েও না খেলতে পারে। আমার বক্তব্য হল দলের কোনও গুরুত্বপূর্ণ সদস্য যখন চোট পায়, তখন তাকে ছাড়াই খেলতে হয়। একবার ওয়েস্ট ইন্ডিজের দলের প্রধান বোলার অনিল কুম্বলেকে ছাড়াই আমরা খেলেছিলাম টেস্ট।
তাই বিরাট না থাকলেও দল তো খেলবে। আর আমাদের যোগ্য পরিবর্তরা রয়েছে, এটা বড় শক্তি। এটা কোনও তরুণের কাছে দারুণ সুযোগও।”
ইশান্ত শর্মার অনুপস্থিতিও একই ভাবে দেখছেন শচীন। এই পরিস্থিতিতে কী টি নটরাজনকে টেস্ট দলের অন্তর্ভুক্ত করা যায়?
শচীন বলেছেন, “যতগুলো ম্যাচ খেলেছে ও ভাল বল করেছে। তবে এটা নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের ব্যাপার। ওরাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। আমি প্রভাবিত করায় বিশ্বাসী নই।”