
Rana Sikder
CrickBangla Reporter
ভারতীয় দলে তরুণদের পারফরমেন্সে মুগ্ধ শচীন টেন্ডুলকার
1 January 2021 , 06:00 PM
অভিষেকেই আলো ছড়িয়েছেন মোহাম্মদ সিরাজ ও শুভমন গিল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনে উজ্জ্বল ছিলেন তারা। দুই অভিষিক্তের পারফরমেন্সে মুগ্ধ শচীন টেন্ডুলকার।
ত্রয়োদশ আইপিএলে আলো ছড়িয়ে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দলে ডাক পান সিরাজ। ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞদের অভাব পূরণের চ্যালেঞ্জ সঙ্গী করে অভিষেক সিরাজের। ছিল আগের ম্যাচে ৩৬ রানের দুঃখ ভোলার মিশন। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের গল্পটা কি দারুণভাবেই না লিখলেন ২৬ বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বাবা হারানো সিরাজ স্বপ্নিল অভিষেক টেস্টে নেন ৫ উইকেট। গত ৫০ বছরে মাত্র চতুর্থ বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে এই কীর্তি গড়েন সিরাজ।
পৃথ্বি শ’য়ের জায়গায় সুযোগ মেলে শুভমন গিলের। ২১ বছর বয়সী এই ওপেনার আইপিএলের ফর্মটা টেনে আনলেন। মেলবোর্নে অভিষেক টেস্টে করলেন দাপুটে ব্যাটিং। অস্ট্রেলিয়ান পেসারদের গতি আর বাউন্সের সামনে গিল ছিলেন স্বচ্ছন্দ। প্রথম ইনিংসে ৪৫ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭ বাউন্ডারিতে ৩৫ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ডানহাতি এই তরুণ ব্যাটসম্যানের সাহসী ব্যাটিং সম্পর্কে শচীন বলেন, ‘অস্ট্রেলিয়ান পেসারদের দ্রুতগতির শর্ট বলে দারুণ ব্যাটিং করেছে শুভমন। তাকে দেখে মনে হয়েছে সে স্বচ্ছন্দে আর আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছে।’
TAG : Sachin Tendulker, IndianCricket
KEYWORDS : Sachin Tendulker, In
This News Related By : India.