
Rana Sikder
CrickBangla Reporter
টেস্ট সিরিজ খেলতে শীঘ্রই দলের সাথে যোগ দিচ্ছেন রোহিত
11 December 2020 , 05:00 PM
বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাশ করলেন রোহিত শর্মা। অর্থাৎ ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিতে আর কোনও বাধা রইল না তাঁর।
এই মুহূর্তে তিনি রয়েছেন মুম্বাইতে। মনে করা হচ্ছে তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দলে থাকবেন রোহিত।
তবে রোহিতের এই অন্তর্ভুক্তি বড় প্রাপ্তিই ভারতীয় দলের জন্য। কারণ বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের টপ অর্ডারে যে শূন্যতা সৃষ্টি হবে তা রোহিত ভালোভাবেই শামাল দিতে পারবেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ভারতীয় বোর্ডের তরফে এখনও সরকারি ভাবে জানানো না হলেও, এক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়া পাড়ি দেবেন রোহিত।
সেখানে তাঁকে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। তার পর তিনি তৃতীয় টেস্টে খেলতে নামবেন ৭ জানুয়ারি।
বেশ কিছু দিন ধরে রোহিতের সুস্থতা নিয়ে ধোঁয়াশা ছিল। কোন টেস্ট থেকে তিনি খেলতে পারবেন, বা আদৌ পারবেন কি না তা নিয়ে চলতে থাকে জল্পনা।
প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট। দলে তাঁর অভাব পূরণ করতে রোহিতের মতো এক জন ব্যাটসম্যানকে দলে চাইবে টিম ইন্ডিয়া।
TAG : Rohit Sharma, IndianCricket
KEYWORDS : Rohit Sharma, Indian
This News Related By : India.