News

11:00 PM player

Rohit-started-training-at-Bangalore-Academy

Rana Sikder

CrickBangla Reporter

বেঙ্গালুরু একাডেমীতে ট্রেনিং শুরু রোহিতের

19 November 2020 , 11:00 PM

বেঙ্গালুরুর জাতীয় একাডেমীতে ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা। আইপিএল-এর পর বিরাট কোহলিরা অস্ট্রেলিয়া উড়ে গেলেও রোহিত ফিরে এসেছিলেন দেশে। 

বেঙ্গালুরুতে চোট সারিয়ে ১০০ শতাংশ ফিট হয়ে টেস্ট সিরিজে যোগ দেওয়ার কথা তাঁর।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় চোট পান রোহিত। খেলতে পারেননি ৪টি ম্যাচ। 

আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেও রোহিত পুরো সুস্থ ছিলেন না বলেই জানিয়েছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। 

সেই চোট সারাতেই আপাতত তিনি বেঙ্গালুরুতে।

টেস্ট দলে রোহিতের সতীর্থ ইশান্ত শর্মাও রয়েছেন জাতীয় একাডেমিতে। বুধবার তিনি একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় এবং শীর্ষ নির্বাচক সুনীল যোশির সামনে বল করেন। 

রোহিত এবং ইশান্ত এক সঙ্গেই উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ১৪ দিন কোয়ারান্টিনে কাটিয়ে নেমে পড়বেন টেস্ট খেলতে।

ভারতীয় টেস্ট দলে প্রথম ম্যাচের পর থাকবেন না বিরাট কোহালি। সেই সময় রোহিতের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। 

ইশান্তের কাঁধেও দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ার পিচে বাড়তি বাউন্স আদায় করে বিপক্ষকে বিপদে ফেলার।

TAG : IndianCricket, Rohit Sharma
KEYWORDS : IndianCricket, Rohit

This News Related By : India.