গত মঙ্গলবারের রাতটি যেন তার জন্য অনেকটা মঙ্গলময়ই ছিল। চলতি আইপিএলের শিরোপা জেতার পাশাপাশি গড়েছেন কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও।
আইপিএলের ইতিহাসে এমন কীর্তি দেখাতে পারেননি আর কেউ।
এদিন আইপিএল ক্যারিয়ারের ২০০তম ম্যাচে খেলতে নেমেছিলেন রোহিত। এমন ম্যাচে করলেন হাফসেঞ্চুরি। মজার ব্যাপার হলো- আইপিএলে ৫০তম, ১০০তম ও ১৫০তম ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।
প্রথম অধিনায়ক হিসেবে রোহিত শর্মা পাঁচবার জিতলেন আইপিএল শিরোপা, ফাইনালে দুইবার করলেন হাফসেঞ্চুরি। প্রথম ক্রিকেটার হিসেবে হলেন ৬ বার চ্যাম্পিয়ন।
অধিনায়ক হিসেবে এদিন আইপিএলে ৩ হাজার রানও করে ফেলেন রোহিত। সেইসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পূর্ণ করেন ৪ হাজার রানের মাইলফলক।
২০০৯ সালে প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত। তখন তিনি খেলেছিলেন ডেকান চার্জার্সের হয়ে, অধিনায়ক ছিলেন না।
তারপর থেকে ৫ বার অধিনায়ক হিসেবে ট্রফি জিতলেন রোহিত।
২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই চ্যাম্পিয়ন হল তার নেতৃত্বে। যা কিনা আইপিএলের রেকর্ড।
শিরোপা হাতে নিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি তিন দেশে আইপিএল জিতলেন।
২০০৯ সালে জিতেছিলেন দক্ষিণ আফ্রিকায়। এ বার জিতলেন সংযুক্ত আরব আমিরাতে।