ইনজুরির কারণে বাবর আজম ছিটকে যাওয়ায় টেস্ট দলে নেতৃত্বে রেজওয়ান

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২১-১২-২০২০
Feature Image

বক্সিংডে টেস্ট শুরুর আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ। অধিনায়কের দায়িত্ব পাওয়া বাবর আজম ইনজুরি কারণে ছিটকে পড়েছেন দল থেকে। কিছু দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার কাঁধে দিয়েছিলেন দলের দায়িত্ব। কিন্তু এবার অনানুষ্ঠানিক ভবে তার মাঠে  নেতৃত্বে দেয়া হচ্ছেনা। তার পরিবর্তে দলের আধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মোহাম্মদ রেজওয়ান। তাকে অবশ্য দলের সহ অধিনায়ক করা হয়েছিল।

অন্যদিকে সফরকারিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল দারুণ ভাবে বিদ্ধস্ত। যদিও এখনো একটি ম্যাচ বাকি আছে। এরপরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অধিনায়ক ছাড়াও টেস্টে পাকিস্তান দল পাচ্ছে না আরেক গুরুত্বপূর্ন ব্যাটসম্যান ইমাম-উল হককেও। ইনজুরির কারণে তাকেও প্রথম টেস্টে পাওয়া সম্ভাবনা কম।

দলের দুই গুরুত্বপূর্ন ক্রিকেটারের ইনজুরি প্রসঙ্গে পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ-উল হক বলেন, ‘প্রথম টেস্ট যখন শুরু হবে, সে সময় থেকে ২ সপ্তাহ আগে ইনজুরিতে আক্রান্ত হলেও বাবর আজম এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। কোনো নেট সেশনছাড়া তাকে খেলানো হবে খুবই কঠিন। তবে, দলের বাকি সদস্যদের ওপর আমি খুবই আস্থাশীল যে, যথাসময়ে তারা নিজেদেরকে মেলে ধরতে পারবেন এবং বাবর আজমদের ঘাটতি পূরণ করতে পারবেন।’ 

অন্যদিকে ইমাম-উল হকের পরিবর্তে পাকিস্তান দলে জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী ইমরান বাটকে। ২০১৯-২০ কায়েদে আজম ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন বাট। করেছিলেন ৯৩৪ রান।

এছাড়াও ১৭ সদস্যের  টেস্ট দলে ফিরছেন আবিদ আলি, আজহার আলি, ফওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।