বাবর আজম নন, বিশ্বের সেরা ব্যাটসম্যান রিজওয়ান

author name
রিপোর্টটি লিখেছেন :ShahaDat
২৭-০৯-২০২২
Feature Image

ভারতের জনপ্রিয় নিউজপেপার এর মতে, বাবর আজম নন, এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান রিজওয়ান, দেখুন পরিসংখ্যান
কোহলির সঙ্গে বাবরকে তুলনা করতে গিয়ে পাক ক্রিকেটমহল উপেক্ষা করছে রিজওয়ানের শ্রেষ্ঠত্বকে।
দুই তারকার তিন ফর্ম্যাটে শেষ ১০টি ইনিংসের পরিসংখ্যানের তুলনামূলক আলোচনা করলেই বোঝা যাবে যে, বাবর নন, সার্বিকভাবে এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান রিজওয়ানই।

বাবরের শেষ ১০টি টেস্ট ইনিংস:- ৫, ৪৭, ১১, অপরাজিত ৬৩, ৭, ৩০, ৭৭, ৮, ০, ২। মোট-২৫০, হাফ-সেঞ্চুরি ২টি।

রিজওয়ানের শেষ ১০টি টেস্ট ইনিংস:- ৫৩, ৭১, ৬০, ৬১, ১০, ৩৩, ১৮, ১১৫, ৪৫, ২১। মোট-৪৮৭, সেঞ্চুরি-১টি, হাফসেঞ্চুরি-৪টি।

বাবরের শেষ ১০টি ওয়ান ডে ইনিংস:- ৪৫, ৯৬, ১১৫, ৩১, ১৯, অপরাজিত ৭৭, ১২৫, ১০৩, ৩১, ৯৪। মোট-৭৩৬, সেঞ্চুরি-৩টি, হাফসেঞ্চুরি-৩টি।

রিজওয়ানের শেষ ১০টি ওয়ান ডে ইনিংস:- ১১৫, ০, ১০৪, ১২, ১৪, ১, ১০, ৪০, ০, ২। মোট-২৯৮, সেঞ্চুরি-২টি।

বাবরের শেষ ১০টি আন্তর্জাতিক টি-২০ ইনিংস:- ০, ৫, ৪৪, ১৪, ৫০, ১২২, ২৪, ২, ৪১, ৫২। মোট-৩৫৪, সেঞ্চুরি-১টি, হাফ-সেঞ্চুরি-২টি।

রিজওয়ানের শেষ ১০টি আন্তর্জাতিক টি-২০ ইনিংস:- অপরাজিত ১০৪, ৫১, ৪২, অপরাজিত ৭৪, ০, অপরাজিত ৭৩, ০, অপরাজিত ৮২, ১৩, অপরাজিত ৯১। মোট- ৫৩০, সেঞ্চুরি- ১টি, হাফসেঞ্চুরি-৫টি।

সুতরাং তিন ফর্ম্যাটে শেষ ১০টি করে ইনিংস মিলিয়ে ৩০টি আন্তর্জাতিক ইনিংসে বাবর আজম সংগ্রহ করেছেন ১৩৪০ রান। রিজওয়ানের সংগ্রহ এক্ষেত্রে ১৩১৫ রান। লড়াইটা তুল্যমূল্য হলেও বাবর শুধু ওয়ান ডে ফর্ম্যাটেই এগিয়ে রিজওয়ানের থেকে। টেস্ট ও টি-২০'তে পাক অধিনায়ককে পিছনে ফেলে দিয়েছেন রিজওয়ান।