
Rana Sikder
CrickBangla Reporter
শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানের অবিশ্বাস্য জয় পেল মুস্তাফিজের রাজস্থান
22 September 2021 , 10:00 AM
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছে রাজস্থান রয়েলস। শেষ দুই ওভারে পাঞ্জাবের প্রয়োজন মাত্র ৮ রান। ১৯তম ওভারে ৪ রান দিলেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে কার্তিক ত্যাগী ২ উইকেট নিতে খরচ করলেন মাত্র ১ রান। এতে ২ রানের অবিশ্বাস্য জয় পায় রাজস্থান।
হাই ভোল্টেজ ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১৮৬ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল রাজস্থান রয়েলস। টার্গেট নিয়ে খেলতে নেমে ৬ উইকেট হাতে থাকলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি পাঞ্জাব।
শেষ ওভারের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ত্যাগী। তবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানও দলের জয়ে রেখেছেন কার্যকরী ভূমিকা।
১৮৫ রানের বড় পুঁজি নিয়ে লড়াই করতে নামা রাজস্থান প্রথম ওভারেই ভরসা রাখে মোস্তাফিজের ওপর।ষষ্ঠ ওভারে আরেক ওভার বল করার পর কাটার মাস্টারকে রেখে দেয়া হয় স্লগ ওভারের জন্য।
তবে ১৭তম ওভারে মোস্তাফিজ বল হাতে নেয়ার আগে ম্যাচে আধিপত্য বিস্তার করে পাঞ্জাব। মোস্তাফিজ নিজের তৃতীয় ওভারে ১৪ রান দিলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাঞ্জাব।
শেষ দুই ওভারে মোস্তাফিজ এবং ত্যাগীর অনবদ্য পারফরম্যান্সে অবিশ্বাস্য জয় পেয়েছে রাজস্থান।
শেষ ওভারে ১ রান খরচ করে ২ উইকেট নিয়ে রেকর্ডও গড়েছেন কার্তিক ত্যাগী। শেষ ওভারে সবচেয়ে ডিফেন্ড করার মানে রক্ষা করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল মুনাফ প্যাটেলের দখলে। ২০০৯ সালের আইপিএলে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন কীর্তি অর্জন করেছিলেন মুনাফ। সেই ম্যাচে জেতার জন্য শেষ ওভারে চার রানের প্রয়োজন ছিল মুম্বাইয়ের। সেই ম্যাচে রাজস্থানকে জিতিয়েছিলেন মুনাফ। প্রায় বারো বছর পর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ত্যাগী।
TAG : IPL2021UAE, RR, PBKS, Mustafiz, Tyagi
KEYWORDS : IPL2021UAE, RR, PBKS
This News Related By : India.