বঙ্গবন্ধু টি-২০ কাপে কে কত টাকা পুরষ্কার পাচ্ছে

author name
রিপোর্টটি লিখেছেন :Mahmudul
১৮-১২-২০২০
Feature Image

শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনার ম্যাচের মধ্য দিয়ে পরদা নামতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপের আসর।

কে হবে চ্যাম্পিয়ন তা নিয়ে সকলের মধ্যেই আছে জল্পনা কল্পনা, আশা, প্রত্যাশা, চলছে নানা বাক বিতন্ডা।

এরই মধ্যে আমরা দেখে নেই ফাইনালের পরে কার হাতে উঠতে যাচ্ছে কত টাকা বা কোন কোন ক্যাটাগরির পুরষ্কার বিসিবি আয়োজন করে রেখেছে খেলোয়াড় দের জন্য।

প্রাইজ মানি

১। চ্যাম্পিয়ন দলের প্রতি খেলোয়াড় পাবে ১,৫০,০০০/- টাকা করে।

২। রানার্স-আপ দলের প্রতি খেলোয়াড় পাবে ৭৫,০০০/- টাকা করে।

৩। প্লেয়ার অফ দা টুর্ণামেন্ট পাবে ৩,০০,০০০/- টাকা।

৪। প্লেয়ার অফ দা ফাইনাল পাবে ১,০০,০০০/- টাকা।

৫। টুর্ণামেন্ট এর সবচেয়ে ভালো ব্যাটসম্যান পাবে ২,০০,০০০/- টাকা।

৬। টুর্ণামেন্ট এর সবচেয়ে ভালো বোলার পাবে ২,০০,০০০/- টাকা ।

৭। স্পেশাল পার্ফরমেন্স এওয়ার্ড (৪ জনের প্রতি জন পাবে) ১,০০,০০০/- টাকা করে।