News

12:00 AM National

Ponting-suggested-a-change-to-the-Indian-team-after-the-Adelaide-Test-defeat

Rana Sikder

CrickBangla Reporter

অ্যাডিলেড টেস্টে ভরাডুবির পর ভারতীয় দলে পরিবর্তনের পরামর্শ পন্টিংয়ের

21 December 2020 , 12:00 AM

অ্যাডিলেডে টেস্টে মাত্র ৩৬ রানে ইনিংস শেষ হওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন ভারতের। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

গোলাপি বলে দিনরাতের টেস্টের প্রথম দুই দিনে দাপট দেখানোর পর ব্যাটিং ব্যর্থতায় ভারতের পরাজয়ে অবাক পন্টিং। এই অবস্থায় ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম এগারোয় বেশ কিছু পরিবর্তন চাইছেন তিনি। তার মধ্যে ঋদ্ধিমান সাহার জায়গায় ঋষভ পন্থকে খেলানোর পক্ষপাতী পন্টিং।

বিরাট কোহলির অনুপস্থিতিতে টেস্ট সিরিজে ভারতের কাজ রীতিমতো কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন তিনি। 

পন্টিংয়ের কথায়, “কোহালি না থাকায় এমন একটা হারের পর দলটাকে টেনে তোলার মতো লোকের অভাব রয়েছে। ভারতকে বেশ কয়েকটা পরিবর্তন করতে হবে। মিডল অর্ডারে ঋষভকে আনতেই হবে। কোহালি তো নেই, ফলে ব্যাটিং শক্তিশালী করে নামতে হবে। 

আর দলে পরিবর্তনের একটা দিক হল মানসিক ভাবে উদ্দীপ্ত হওয়া। পরের চ্যালেঞ্জ নিতে মানসিকতার দিক দিয়ে ভারতকে তৈরি থাকতে হবে। এটা নিশ্চিত করতেই হবে। কারণ, অস্ট্রেলিয়া মোটেই ছেড়ে দেবে না।”

পরের তিন টেস্ট অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলবে ভারত। পন্টিং মনে করছেন, এই সিরিজ ৪-০ জেতার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে টিম পেনের দলের। 

তাঁর কথায়, “দারুণ সুযোগ রয়েছে ৪-০ করার। আশা  করা যাক মেলবোর্নে আমরা ফলাফল দেখতে পাব। আর মেলবোর্নে ০-২ পিছিয়ে পড়লে ভারতের পক্ষে লড়াইয়ে ফেরা খুব কঠিন হয়ে পড়বে।”

TAG : India Tour of Australia, Test Championship, Ricky Ponting
KEYWORDS : Ricky Ponting, India

This News Related By : India.