Ponting-says-India-will-be-under-extra-pressure-in-the-Test-series-against-Australia

Rana Sikder
CrickBangla Reporter
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাড়তি চাপে থাকবে ভারত বলছেন পন্টিং
19 November 2020 , 09:00 PM
টেস্ট সিরিজে বাড়তি চাপে থাকবে ভারত। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার কাছে থাকতে চান বলে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পর মুম্বই ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আর তাঁর অনুপস্থিতি সিরিজের বাকি ৩ টেস্টে ভারতীয় দলকে চাপে রাখবে বলে জানিয়েছেন পন্টিং।
তাঁর মতে, “কোহলিকে ছাড়া ৩ টেস্ট খেলবে ভারত। ওর ব্যাটিং ও নেতৃত্ব ছাড়াই খেলতে হবে। সেটা ভারতীয় দলের নানা ক্রিকেটারকে মারাত্মক চাপে ফেলবে। অজিঙ্ক রাহানে যেমন নেতৃত্বের দায়িত্ব নেবে। যা ওকে বাড়তি চাপে ফেলবে। আবার একই সঙ্গে গুরুত্বপূর্ণ ৪ নম্বর জায়গায় ব্যাট করার মতো কাউকে খুঁজতে হবে ভারতকে। আমার মনে হয় না ওরা স্বচ্ছ ভাবনাচিন্তা করে নামতে পারবে। কে ওপেন করবে? কোহলি চলে গেলে ৪ নম্বরেই বা কে খেলবে?”
১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম টেস্টই গোলাপি বলে দিন-রাতের। পন্টিংয়ের মতে, ভারতীয় দলের বোলিং বিভাগ নিয়েও অনেক প্রশ্ন রয়েছে।
তিনি বলেছেন, “মোহম্মাদ শামি, যশপ্রীত বুমরার সঙ্গে কে খেলবে? ইশান্ত শর্মা, নাকি উমেশ যাদব, নাকি নবদীপ সাইনি বা মোহাম্মদ সিরাজের মতো নতুন কেউ?
স্পিনার হিসেবেই বা কে খেলবে? ভারতের স্কোয়াডে বেশ কয়েকজন স্পিনার রয়েছে। গোলাপি বলের টেস্টে কে খেলবে, সেটা ওদেরকেই বেছে নিতে হবে।”
গত সফরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস লিখেছিল বিরাট কোহলির ভারত।
পন্টিং বলেছেন, “হ্যাঁ, গত বার ভারত সত্যিই ভাল খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার টপ অর্ডারে তখন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ছিল না। যে কোনও দলের ক্ষেত্রেই তা মস্ত বড় ফারাক হয়ে ওঠে।”
TAG : AustraliavsIndia, Virat kohli, Ricky ponting
KEYWORDS : AustraliavsIndia, Vi
This News Related By : India.