আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা পার্থিব প্যাটেলের

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
০৯-১২-২০২০
Feature Image

বুধবার টুইট করে সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পার্থিব প্যাটেল।

১৭ বছর বয়সে ভারতের হয়ে উইকেটকিপারের দায়িত্ব সামলানো পার্থিব তাঁর দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। 
 
বুধবার সকাল টুইট করে তিনি জানিয়ে দেন অবসরের কথা।

তিনি লেখেন, ‘আজ, ১৮ বছরের ক্রিকেট জীবনে পর্দা টানছি। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

১৭ বছর বয়স থেকেই ভারতীয় বোর্ড আমার ওপর ভরসা দেখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ তরুণ বয়স থেকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য।’ পার্থিব ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা অজয় পটেলকেও।
 
২০০২ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে পার্থিবের। অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অধীনে সেই শুরু তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার।

দীর্ঘ ১৮ বছরে তিনি খেলেছেন ২৫টি টেস্ট, ৩৮ টি একদিনের ম্যাচ এবং দুটো টি২০ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান না থাকলেও রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ২৭টি শতরান। গুজরাটের হয়ে তাঁর একাধিক ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। অবসর ঘোষণার টুইটে ধন্যবাদ জানিয়েছেন গুজরাত ক্রিকেট বোর্ডকেও।