শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে দল জয় পেলেও বেরসিক সূচনা করেন লিটন দাস। শূন্য রানে ফিরে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি এই টাইগার ওপেনার। ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ে উপযুক্ত নন লিটন। এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতির মতে, টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে মানানসই হলেও অন্যান্য সংস্করণে লিটনের জায়গা হওয়া উচিত মিডল অর্ডারে।
গত বছর জিম্বাবুয়ে সিরিজের ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন লিটন। টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে ব্যাট হাতে বিবর্ণ লিটন। টানা আট ম্যাচে ব্যক্তিগত ২২ রানের কোটা পার হতে পারেন এই ডান হাতি।সবশেষ আট ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে, ১৪,২২,০,১৯,০,২১,০।
পাপন বলেন, ‘লিটন সবসময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। আমার ধারণা, টি- টোয়েন্টিতে ওপেন করতে পারে সে। কিন্তু অন্য ফরম্যাটে তাকে পাঁচ-ছয় নম্বরে খেলানো দরকার। এগুলো নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।’
২০১৯ বিশ্বকাপে একটি ম্যাচে পাঁচে ব্যাট করে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন লিটন। এছাড়া মিডল অর্ডারে অন্য ৫ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯১। টি- টোয়েন্টিতে মিডল অডৃারে ৫ ইনিংস ব্যাট করে মোট রান ৬৬। টেস্টে লোয়ার-মিডল ও মিডল অর্ডারে ব্যাট করে গত পাঁচ টেস্টে করেছেন চার ফিফটি। তবে ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণেই বরাবরই তিনি টপ অর্ডারে থাকেন।