ওয়ানডে ফরম্যাটে ওপেনিংয়ে উপযুক্ত নন লিটন, এমনটাই মনে করেন পাপন

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
২৪-০৫-২০২১
Feature Image

শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে দল জয় পেলেও বেরসিক সূচনা করেন লিটন দাসশূন্য রানে ফিরে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি এই টাইগার ওপেনারওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ে উপযুক্ত নন লিটনএমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন

বিসিবি সভাপতির মতে, টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে মানানসই হলেও অন্যান্য সংস্করণে লিটনের জায়গা হওয়া উচিত মিডল অর্ডারে

গত বছর জিম্বাবুয়ে সিরিজের ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন লিটনটিম ম্যানেজমেন্ট ও ভক্তদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনিতবে সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে ব্যাট হাতে বিবর্ণ লিটনটানা আট ম্যাচে ব্যক্তিগত ২২ রানের কোটা পার হতে পারেন এই ডান হাতিসবশেষ আট ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে, ১৪,২২,,১৯,,২১,

পাপন বলেন, ‘লিটন সবসময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যানআমার ধারণা, টি- টোয়েন্টিতে ওপেন করতে পারে সেকিন্তু অন্য ফরম্যাটে তাকে পাঁচ-ছয় নম্বরে খেলানো দরকারএগুলো নিয়ে ওদের সঙ্গে বসতে হবে

২০১৯ বিশ্বকাপে একটি ম্যাচে পাঁচে ব্যাট করে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন লিটনএছাড়া মিডল অর্ডারে অন্য ৫ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯১টি- টোয়েন্টিতে মিডল অডৃারে ৫ ইনিংস ব্যাট করে মোট রান  ৬৬টেস্টে লোয়ার-মিডল ও মিডল অর্ডারে ব্যাট করে গত পাঁচ টেস্টে করেছেন চার ফিফটিতবে ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণেই বরাবরই তিনি টপ অর্ডারে থাকেন