
Rana Sikder
CrickBangla Reporter
সদ্য ঘোষিত হওয়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আসতে পারে পরিবর্তন!
29 September 2021 , 01:30 AM
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে শুরু থেকেই বিতর্ক ছড়িয়েছে। দেশটির সাবেক ক্রিকেটাররা কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের। ১৭ই অক্টোবর থেকে ওমান ও আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিকের। ফখর জামানের মতো মারকুটে ব্যাটসম্যানকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। বিশ্বকাপ দল ঘোষণার পরই পদত্যাগ করেন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। তাদের পদত্যাগের কারণ এখনো অজানা। দল ঘোষণার কয়েকদিন পর ‘বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক বাবর আজম’ এমন খবর প্রকাশিত হয় পাকিস্তানের সংবাদমাধ্যমে। এবার বিশ্বকাপ দল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা একাধিক ক্রিকেটারের পারফরমেন্সে সন্তুষ্ট নন। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে নির্দেশ দিয়েছেন বিশ্বকাপ দল নিয়ে আরেকবার ভাবার জন্য।
পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে পারে গত রোববার এমন দাবি করেন শহীদ আফ্রিদি। সাবেক পাকিস্তান দাবি করেন, ‘আমি কিছু তথ্য পেয়েছি। আসন্ন বিশ্বকাপের জন্য আরেকটি দল ঘোষণা করবে পিসিবি। যেখানে কিছু পরিবর্তন থাকবে।’
সপ্তাহখানেক আগে একই ইঙ্গিত দেন পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ ক্ষেত্রে, দরকার হলে দলে পরিবর্তন আনব।’
ইমরান খানের চাওয়ায় পিসিবি প্রধানের চেয়ারে বসেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের চাওয়া বিশ্বকাপ দলে থাকুক দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ। সংবাদমাধ্যমের দাবি, রমিজকে নিজের ভাবনা জানিয়েছেন ইমরান। দুই টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান ও শারজিল খান এবং লেগস্পিনার উসমান কাদিরকে পছন্দ ইমরানের।
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আগামী ১০ই অক্টোবরের মধ্যে দলে পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
TAG : Pakistan, T20 World Cup, PCB
KEYWORDS : PAK, PCB, T20
This News Related By : Bangladesh.