
Rana Sikder
CrickBangla Reporter
বৃথা গেল হাফিজের ঝড় ইনিংস, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার পাকিস্তানের
20 December 2020 , 04:45 PM
প্রথম টি-টোয়েন্টির মতোই ভেঙে পড়ল পাকিস্তানের টপ অর্ডার। অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান বাবর আজমের অভাব পুরণে আবারো ব্যর্থ আবদুল্লাহ শফিক। এই ম্যাচেও তিনি রানের খাতা খুলতে পারেননি। তবে একপ্রান্ত আগলে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৪০ বছর বয়সী হাফিজের ৫৭ বলে অপরাজিত ৯৯ রানে ১৬৩/৬ রান করে পাকিস্তান। ১৬৪ রানের লক্ষ্য ৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড। টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল ব্ল্যাক ক্যাপস’রা।
বিশ্রাম কাটিয়ে ফেরা অধিনায়ক কেন উইলয়ামনস, ট্রেন্ট বোল্ট, ও টিম সাউদিকে নিয়ে একাদশ সাজায় নিউজিল্যান্ড। রোববার হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান।
হাফিজ বাদে কেউ খেলতে পারেননি বড় ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। বয়সের সঙ্গে ব্যাটের ধার বেড়ে যাওয়া মোহাম্মদ হাফিজ খেলেছেন দুর্দান্ত ইনিংস। ৫ ছক্কা ও ১০ বাউন্ডারিতে খেলেন ৫৭ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস। ২১ রানে ৪ উইকেট শিকার টিম সাউদির।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু কিউইদের। প্রথম ম্যাচের মতো ব্যাট হাতে দুর্দান্ত ওপেনার টিম সেইফার্ট। আগের ম্যাচে করেছিলেন ৪৩ বলে ৫৭ রান। এদিন পাকিস্তানি বোলাররা ফেরাতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। ৩ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৬৩ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসন ১ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৪২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। মার্টিন গাপটিল করেন ২১ রান। মঙ্গলবার নেপিয়ারে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই পাকিস্তানের।
TAG : Pakistan tour of NewZealand, PAKvsNZ, 2nd T20
KEYWORDS : Pakistan tour of New
This News Related By : Pakistan.