নতুন বলে উড়ে গেলো সব প্রতিরোধ। ৩৩ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্ট ৯৫ রানে জিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৭ বছর পর টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। প্রথম টেস্টে ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। ৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে ২৭৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
১ উইকেটে ১২৭ রান নিয়ে সোমবার পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দিনের তৃতীয় বলেই ভ্যান ডার ডুসেনকে (৪৮ রান) সাজঘরে ফেরান হাসান আলি। কিছুক্ষণ পর হাসানের দ্বিতীয় শিকার হন ফাফ দু প্লেসি (৫ রান)। টেম্বা বাভুমাকে নিয়ে পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়েন এইডেন মার্করাম।
বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে মায়ার্স প্রত্যয়ী ব্যাটিং করলেও পাকিস্তানি পেসারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি মার্করাম। হাসান আলির বলে ১০৮ রানে মার্করাম ফিরলে ভাঙে ১০৭ রানের জুটি। অন্যপ্রান্তে শাহিন শাহ আফ্রিদিও তান্ডব চালান। থিতু হয়ে যাওয়া বাভুমাকে (৬১ রান) ফেরান আফ্রিদি। অধিনায়ক হিসেবে শেষ টেস্ট খেলতে নামা কুইন্টন ডি কক পারেননি ব্যর্থতার গন্ডি থেকে বেরোতে। হাসানের বলে ‘গোল্ডেন ডাক’ মারেন প্রোটিয়া অধিনায়ক। ৩ উইকেটে ২৪১ থেকে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৭৪ রানে। মার্করাম ফেরার পর মাত্র ১০ ওভার স্থায়ী ছিলো প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট শিকার হাসান আলির। লম্বা সময় পর ফিরেই দশ উইকেট নিয়ে ম্যাচসেরা এই ডানহাতি পেসার। শাহিন আফ্রিদির শিকার ৪ উইকেট।
সিরিজ সেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসে ছয়ে নেমে অপরাজিত ১১৫ রানের ইনিংসে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয়া মোহাম্মদ রিজওয়ান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ানের সেঞ্চুরিতেই প্রোটিয়াদের ৩৭০ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান। সিরিজ জিতেই টেস্ট অধিনায়কত্বের যাত্রা শুরু হলো বাবর আজমের। অন্যদিকে উপমহাদেশে টানা নবম টেস্ট হারলো দক্ষিণ আফ্রিকা।