প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১ | ক্রিক বাংলা প্রতিবেদক
আগামী অক্টোবরে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের ভিসার নিশ্চয়তা পেতে আইসিসির কাছে আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ডিসেম্বরের মধ্যে ভিসার নিশ্চয়তা পাওয়ার আশা করেছিল পিসিবি। আইসিসি এখনো সেই নিশ্চয়তা দিতে পারেনি। এখন সেই সময়টা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে পিসিবি। এরমধ্যে লিখিতভাবে ভিসার নিশ্চয়তা না পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে আরব আমিরাতে আয়োজনের আবেদন করবে তারা।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমরা আইসিসিকে বলেছিলাম ভারতের কাছ থেকে লিখিতভাবে ভিসার নিশ্চয়তার জন্য। গত বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে সেটা দেয়ার কথা ছিল। আমরা ৩১শে মার্চ পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে ভিসার নিশ্চয়তা না পেলে আসরটি আরব আমিরাতে সরিয়ে নেয়ার আবেদন করবো।’
হুমকি দেয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) খোঁচাও মেরেছেন পিসিবি প্রধান। তিনি বলেন, ‘তিন মোড়লের প্রভাব থেকে বের হয়ে আসাটা জরুরি। বিসিসিআই অন্য বোর্ডগুলোকে কাছে টানার চেষ্টা করে সব সময়। আমরা দেশের ভেতর ও বাইরে সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছি, ভারতকে ছাড়াই ক্রিকেটে এগিয়ে যেতে চায় পাকিস্তান।’
রাজনৈতিক প্রভাবে বন্ধ দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ। দুই বোর্ড চাইলেও ভারত সরকারের কারণে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না বলে দাবি এহসান মানির, ‘খেলায় রাজনীতি ঢুকিয়ে দেয়াটা বাজে দৃষ্টান্ত। সৌরভ গাঙ্গুলীর (বিসিসিআই সভাপতি) সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। তিনিও চান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে। কিন্তু তাদের সরকারই ক্রিকেটে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে।’
By Crick Bangla