
Rana Sikder
CrickBangla Reporter
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তায় পাকিস্তান
21 August 2021 , 11:35 PM
ক্ষমতার পালাবদল ঘটিয়ে আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান। এর প্রভাব পড়েছে দেশটির সবক্ষেত্রে। শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আফগান ক্রিকেটাররা। সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। তবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত সিরিজটি হবে কি-না তা নিয়ে সংশয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আফগান বোর্ড। তবে আইপিএল ব্যস্ততায় আমিরাতের তিন ভেন্যুর কোনোটিই পাবে না এসিবি। তাই শ্রীলঙ্কাকে ‘হোম ভেন্যু’ হিসেবে বেছে নিয়েছে তারা।
লঙ্কাতে সিরিজটি হওয়া নিয়ে নিশ্চিত নয় পিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শুক্রবার থেকে অনুশীলন শুরুর কথা ছিল পাকিস্তানের। তবে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনুশীলন শুরু করেনি পাকিস্তানের ক্রিকেটাররা। দল ঘোষণাও পিছিয়ে দিয়েছে পিসিবি।
পাকিস্তানের ‘দ্য নিউজ’ আফগান বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘আফগান ক্রিকেটাররা তালেবানের কাছ থেকে কীভাবে অনুমতি নেবে, সে বিষয় এখনো পরিষ্কার নয়। তারা কোন পতাকাতলে পাকিস্তানের মুখোমুখি হবে, সেটি নিয়েও দ্বিমত আছে। পুরোনো পতাকা, নাকি কাবুলে যে নতুন পতাকা উড়িয়েছে তালেবান কোনটা? আফগান ক্রিকেট বোর্ড আগের নিয়মেই চলবে, নাকি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে? দেশ এবং বোর্ডের পতাকা, বোর্ডের অর্থনৈতিক বিষয়াদি সামলানো, টিম ম্যানেজমেন্ট এসবই এখন প্রশ্নের মুখে। তালেবান মদদপুষ্ট ব্যবস্থাপনা বোর্ড এ মুহূর্তে আফগানিস্তান ক্রিকেট দলে গ্রহণযোগ্য হবে না। কাবুলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নিশ্চয়তা দেওয়া যায় না। মনে রাখতে হবে, এটা কিন্তু প্রতিপক্ষের মাঠে আয়োজিত সিরিজ নয়, আফগানিস্তান এ সিরিজের আয়োজক। তাই শ্রীলঙ্কায় সিরিজ আয়োজনের আগে বেশ কিছু বাধা টপকাতে হবে আফগানিস্তানকে।’
তবে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ শিনওয়ারি পাকিস্তানের বিপক্ষে সিরিজ হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সিরিজের প্রস্তুতি ভাল ভাবেই চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ আমাদের ভাল ছন্দে রাখবে। বিসিসিআই এবং বাকি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক আছে। আইসিসিও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখন পর্যন্ত ক্রিকেট নিয়ে কোনও সমস্যা নেই কারো। আগের তালেবান শাসনেও ক্রিকেটে উপর কোনো হস্তক্ষেপ আসেনি। এবারও সেটা আসবে না।’
TAG : Afghanistan, Pakistan, Series, PCB, ACB
KEYWORDS : AFG, PAK, Series
This News Related By : Afghanistan.