
Rana Sikder
CrickBangla Reporter
বাবরের ওপর ভর দিয়ে বড় লিডের পথে পাকিস্তান
15 August 2021 , 04:10 PM
কিংস্টনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও অধিনায়ক বাবর আজমের ব্যাটে পাকিস্তান বড় লিডের স্বপ্ন দেখছে। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের লিড ১২৪ রান। ৮ উইকেটে ২৫১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে ক্যারিবীয়রা আর ২ রান যোগ করতেই হারায় শেষ ২ উইকেট। দুটি উইকেটই শিকার করেন শাহীন শাহ আফ্রিদি, যিনি ইনিংসে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে ক্যারিবীয়রা পায় ৩৬ রানের লিড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর আবিদ আলী (৩৪) ও আযহার আলী (২৩) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনের কেউই থিতু হতে পারেননি। ফাওয়াদ আলম শূন্য রানে সাজঘরে ফিরলেও দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানের সাথে পঞ্চম উইকেটে গড়েন ৫৬ রানের পার্টনারশিপ। রিজওয়ান ৩০ রান করে বিদায় নিলে ফাহিম আশরাফকে নিয়ে দিনের খেলা শেষ করেন। বাবর ১৩৯ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ৭৯ বলে ১২ রান করে অপরাজিত ফাহিম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ও জায়ডেন সিলস দুটি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস : ২১৭/১০ (৭০.৩ ওভারথ
ফাওয়াদ ৫৬, ফাহিম ৪৪, বাবর ৩০; হোল্ডার ২৬/৩, সিলস ৭০/৩, রোচ ৪৭/২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৫৩/১০ (৮৯.৪ ওভার)
ব্রাথওয়েট ৯৭, হোল্ডার ৫৮; শাহীন ৫৯/৪, আব্বাস ৪২/৩
পাকিস্তান ২য় ইনিংস : ১৬০/৫ (৭০ ওভার)
বাবর ৫৪*, আবিদ ৩৪, রিজওয়ান ৩০; রোচ ১৫/২, সিলস ৫০/২
TAG : Pakistan, West Indies, Cricket, Test
KEYWORDS : Pakistan, West Indie
This News Related By : Pakistan.