সহজ সমীকরণের ম্যাচ, যে দল জিতবে তারাই নাম লেখাবে সুপার ফোরে। এমন সমীকরণের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ১৫৫ রানের বিশাল জয় নিয়ে সুপার ফোরে আসরের অন্যতম ফেবারিট দল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামানের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রানের পুঁজি পায় তারা। রিজওয়ান অপরাজিত থাকেন ৭৮ রানে। ফাকর জামানের ব্যাট থেকে ৫৩ রান। শেষ দিকে খুশিদিল শাহের ঝড়ো ৩৫ রানে বড় স্কোর পায় পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক বাবর আজম।
হংকং স্পিনার এহসান খানকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৮ বলে ৯)। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
এরপর দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নিচ্ছেন ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান তোলে ১ উইকেটে ৪০ রান।
দ্বিতীয় উইকেটে ফাকর জামানকে সঙ্গে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। ৪১ বলে ৫৩ রান কওে ফকর জামান ফিরলেও ৭৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ দিকে খুশিদিলের ১৫ বলে ৩৫ রানের পুঁজিতে ১৯৩ রান করে পাকিস্তান।
১৯৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে হংকংয়ের ব্যাটিং ওর্ডার। মাত্র ৩৮ রানে অলআউট হয়ে যায় হংকং। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাদাব খান, এছাড়া মোহাম্মদ নওয়াজ নেন ৩টি উইকেট।