ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের দুর্দান্ত জয় নিয়ে নিউজিল্যান্ড দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে স্বাগত জানায়।
অকল্যান্ডের আবহাওয়ায় প্রাকৃতিক ঝড়ের পড়ে ম্যাচ ১৬ ওভারে নেমে এলে পোলার্ডের ৭৫ রানের ঝড়ে নির্ধারিত ১৬ ওভার শেষে উইন্ডিজের বোর্ডে জমা পরে ১৮০ রানের বিশাল স্কোর।
নিউজিল্যান্ডের টপ অর্ডাররা তাদের হতাশ করে তবে জিমি নিশাম ডেভন কনভে এবং মিচেল স্যান্টনারের সাথে দুটি গরত্তপূর্ণ পার্টনারশিপ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
২ মার্চ ভারতের বিপক্ষে ক্রিস্টচর্চ টেস্টের পর নিউজিল্যান্ডে এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
ম্যাচের প্রথম পাঁচ ওভারে বেশ কয়েকবার বৃষ্টির বাধাসহ প্রচুর নাটকিয়তা ছিল ম্যাচটিতে।
ম্যাচ সামারিঃ
উইন্ডিজঃ ১৮০/৭ (১৬ ওভার)
পোলার্ড ৭৫(৩৭), ফ্লেচার ৩৪(১৪)
লকি ফারগুসন ৫/২১ (৪), সাউদি ২/২২ (৩)
নিউজিল্যান্ডঃ ১৭৯/৫ (১৫.২ ওভার);
নিশাম ৪৮(২৪), ডেভন ৪১(২৯)
থমাস ২/২৩ (৩), পোলার্ড ১/১৬ (১.২)
TAG : New Zealand vs West Indies t20
KEYWORDS : New Zealand vs West
This News Related By : NewZealand.