পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে থাকছেন না নিল ওয়াগনার

author name
রিপোর্টটি লিখেছেন :Rana Sikder
৩১-১২-২০২০
Feature Image

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে খেলা হবে না নিল ওয়াগনারের। নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। আগামী ৩রা ডিসেম্বর ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০১ রানে জিতে ১-০তে এগিয়ে কিউইরা।

বক্সিং ডে টেস্ট জিতে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে দুই ইনিংসে ৪৯ ওভার বল করে ৪ উইকেট শিকার ওয়াগনারের। দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি করা ফাওয়াদ আলমকে ফেরান ওয়াগনার। পরে ফেরান দারুণ ছন্দে থাকা ফাহিম আশরাফকে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা এই বামহাতি পেসারের ম্যাচে প্রভাব বিস্তার করার ক্ষমতা সম্পর্কে বলছিলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘ওয়াগনার অসাধারণ।

ম্যাচে ও যে রকম প্রভাব বিস্তার করতে পারে সেটা দারুণ। তাকে আমরা পরের ম্যাচে পাচ্ছি না। পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ব্যাথা পাওয়ায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে।’

ওয়াগনারের বদলি হিসেবে শীঘ্রই নেয়া হবে একজন বামহাতি পেসার। জানিয়েছেন গ্যারি স্টিড।