
ShahaDat
CrickBangla Reporter
মুশফিকের সেঞ্চুরি সঙ্গ দিতে পারল না কেউ ২৪৬ রান অলআউট
25 May 2021 , 05:50 PM
আজ মুশফিকের ৮ম ওয়ানডে সেঞ্চুরি তবু বোলা যায় এটাই তার সেরা ইনিংস। বাজে শুরু করে বাংলাদেশ, মুশফিকের জন্য আজ বড় স্কোর করতে পারল। বৃষ্টিতে ম্যাচ বাতিল হলেও বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।
৪০ ওভার এ বাজে খেলে ৭ উইকেটে ১৮৮ রান খাদের কিনারা থেকে মুস্ফিক একাই লড়াই করেন।
মিরাজ সাকিব এর জোরা শূন্যও রানে মনে হচ্ছিল ২০০ পার করতে পারবে কিনা।
অবশেষ এ মুস্ফিক বাঁচাল দল কে, কেউ তাকে সাহায্য করতে পারল না। বাংলাদেশ এর সমস্যা মানসিকতায় এটা পরিষ্কার
বাংলাদেশ ২৪৬ রান অলআউট
TAG : mustfiz, musfiq, liton
KEYWORDS : mustfiz, musfiq, lit
This News Related By : Bangladesh.