
Rana Sikder
CrickBangla Reporter
দেশের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন মুমিনুলের
6 February 2021 , 04:30 PM
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সঙ্গে মুমিনুল হকের ‘বন্ধুত্ব’ পুরনো। কক্সবাজারের ছেলে মুমিনুলের সঙ্গে জহুর আহমেদ স্টেডিয়ামের রসায়নটা জমে হয়তো সমুদ্রের নোনা জলের কারণেই। সাগরিকায় মুমিনুল হক দেখা পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন মুমিনুল। ১৭৩ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক। মুমিনুলের ১১৫ রানের ইনিংসটি সাজানো ১০ বাউন্ডারিতে। টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে খেলেন ১৩২ রানের ইনিংস।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক এখন মুমিনুল।
জহুর আহমেদ স্টেডিয়ামে খেলা ১০ টেস্টের সাতটিতেই সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল। টেস্ট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে একই ভেন্যুতে সাতটি শতক হাঁকালেন তিনি। একই ভেন্যুতে সাতটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন কুমার সাঙ্গাকারা (গল), মাহেলা জয়াবর্ধনে (গল) ও মাইকেল ক্লার্ক (অ্যাডিলেড)। এদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে সপ্তম সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন মুমিনুল। টেস্টে নির্দিষ্ট কোন ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। কলম্বোর সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৭ টেস্টে ১১ সেঞ্চুরি সাবেক শ্রীলঙ্কা অধিনায়কের।
TAG : Mominul Haque, Bangladesh, Test
KEYWORDS : Mominul Haque, Bangl
This News Related By : Bangladesh.