এমন ম্যাচ দেখার ভাগ্য হয়তো খুব কম মানুষের হয়
প্রথম খেলার অবস্থা দেখে আমি খেলা দেখি নাই তার পর মিলার ম্যাজিক
তারপর মিলার আউট
ভাবলাম লাস্ট পর্যন্ত দেখে জাই কি হয় আইপিএল ত বলা জায় না
সবাই জখন ভাবছিলাম রাজস্থান হারবে।গত ম্যাচেও মরিসের পারফরম্যান্স ভালো ছিলোনা(যদিও তাকে অলরাউন্ডার তথা ফিনিশার হিসেবে কিনেছে আরআর),তাই মিলারের আউটের পর রান রেটঃ ১১ করে আনা পসিবল না।
বাট,ঠান্ডা মাথায় সিংগ্যাল নিয়ে খেললে সবই পসিবল আবারও তার প্রমাণ মিললো।আর,সাথে মরিসের পারফরম্যান্স এর নেগেটিভ চিন্তার অবসান ঘটলো। মরিস যে ভাবে দল কে জয় এনে দিলো অ্যাটাকেই বলে মরিচ ম্যাজিক
দিল্লি কেপিটালস ১৪৭/৮ ওভার : ২০
রাজস্থান রয়্যালস রান : ১৫০/৭ ওভার : ১৯.৪