News

01:00 AM player

Mominul left Dhaka for Dubai to operation

Mahmudul

CrickBangla Reporter

অস্ত্রোপচার করতে দুবাই গেলেন মমিনুল

10 December 2020 , 01:00 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক অফিসিয়াল বলেছেন, বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক বুর্জিল হাসপাতালে তার ডান আঙ্গুলের  চিকিত্সার জন্য বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

'' মুমিনুল আজ দুবাই চলে গেছে। তিনি বুর্জিল হাসপাতালে ডাক্তারদের দেখাতে যাচ্ছেন, 'বললেন দেবাশীষ।

২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার দল গাজী গ্রুপ চাটোগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় মুমিনুল তার ডান আঙুলটি ভেঙেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম টেস্ট সিরিজটি দরজায় কড়া নাড়ছে, মুমিনুলের অস্ত্রোপচার থেকে সেরে উঠতে এবং সিরিজের আগে ফর্ম ফিরে পেতে প্রায় এক মাস সময় রয়েছে, জানুয়ারীর মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে সিরিজটি।

TAG : Mominul Haque, Bangabandhu T20 cup
KEYWORDS : Mominul Haque, Banga

This News Related By : Bangladesh.