
Rana Sikder
CrickBangla Reporter
কিউইদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন মিথুন
19 August 2021 , 11:46 PM
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল মোহাম্মদ মিথুন। আর স্কোয়াডে ফিরেছেন তিন জন।
আগামী ১লা সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই সিরিজ সামনে রেখে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৯ সদস্যের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন গত দুই সিরিজে না খেলা মুশফিকুর রহীম, লিটন কুমার দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে থাকলেও খেলা হয়নি লিটন ও বিপ্লবের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নেই কেবল মোহাম্মদ মিঠুন। টানা পাঁচ ম্যাচেই ব্যর্থ হওয়া সৌম্য সরকারও আছেন দলে। কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদও আছেন স্কোয়াডে।
বাংলাদেশ স্কোয়াড : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।।
TAG : Bangladesh, New Zealand, T20 Series
KEYWORDS : BD, NZL, T20
This News Related By : Bangladesh.