চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির সঙ্গে আট উইকেট শিকার করেছিলেন মেহেদী হাসান মিরাজ। সাগরিকায় আর ২ উইকেট তুলে নিতে পারলে মিরাজের নাম উঠতো সাকিব আল হাসান, ইয়ান বোথাম ও ইমরান খানদের কাতারে। পারেননি মিরাজ একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নেয়ার কীর্তি গড়তে। আক্ষেপ হয়ে রয়েছে না পাওয়া ২ উইকেট। সেঞ্চুরির সঙ্গে ১০ উইকেটের বিরল রেকর্ডের আক্ষেপটা হয়তো থেকেই যাবে মিরাজের। তবে ঢাকা টেস্টেই দারুণ এক কীর্তির গড়লেন এই অলরাউন্ডার। শেন মোজলিকে ফিরিয়ে টেস্টে শততম উইকেটের দেখা পেলেন মিরাজ। যা বাংলাদেশের দ্রুততম।
দেশের হয়ে দ্রুততম টেস্ট উইকেটের সেঞ্চুরির রেকর্ডটা ছিল তাইজুল ইসলামের। ২৫তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। ২৪ টেস্টে ১০০ উইকেট নিয়ে তাইজুলকে পেছনে ফেললেন মিরাজ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হয়েছিল মিরাজের। ওই ম্যাচে ৭ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ঢাকায় পরের টেস্টে মিরাজের শিকার ১২ উইকেট। অভিষেক সিরিজে ১৯ উইকেট নিয়ে তিনি ঠাঁই নিয়েছিলেন ইতিহাসের পাতায়।
বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। তার ও তাইজুলের আগে ১০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখান সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি: (সেরা ৫)
১/ সাকিব আল হাসান: ২১০ উইকেট (৫৭ টেস্ট)
২/ তাইজুল ইসলাম: ১২০ উইকেট (৩১ টেস্ট)
৩/ মোহাম্মদ রফিক: ১০০ উইকেট (৩৩ টেস্ট)
৪/ মেহেদী হাসান মিরাজ: ১০০ উইকেট (২৪ টেস্ট)
৫/ মাশরাফি বিন মর্তুজা: ৭৮ উইকেট (৩৬ টেস্ট)