
Rana Sikder
CrickBangla Reporter
সমালোচনা সামলাতে অনেক বেশি দক্ষ ম্যাক্সওয়েল!
20 November 2020 , 06:00 PM
সদ্য সমাপ্ত আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল মাত্র ১০৮ রান। গড় মাত্র ১৫.৪২।
এই চরম হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে খোঁচা দিয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ। যদিও তা গায়ে মাখতে চান না বলেই জানালেন ম্যাক্সওয়েল।
আইপিএল শেষ হওয়ার পর ব্যর্থ ক্রিকেটারদের একটা তালিকা বানিয়েছিলেন শেহবাগ।
তাতে এই অজি ক্রিকেটার সম্পর্কে তিনি বলেছিলেন, “গ্লেন ম্যাক্সওয়েল হল ১০ কোটি টাকার চিয়ারলিডার। যা পাঞ্জাবের পক্ষে বড্ড দামি হয়ে গিয়েছে।”
শুধু চিয়ারলিডারই নয়, শেহবাগ বলেছিলেন, এ বারের আইপিএল ম্যাক্সওয়েলের কাছে অনেক টাকার বেতনে ছুটি কাটানোর মতোই। প্র
সঙ্গত, নিলামে তাঁকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছিল পাঞ্জাব।
বীরুর খোঁচা প্রসঙ্গেই মুখ খুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
বলেছেন, “আমাকে অপছন্দ করার ব্যাপারে ও খোলাখুলি বলে। তা নিয়ে কিছু বলার নেই। কারণ, ওর যা ইচ্ছা ও বলতেই পারে। এই ধরনের মন্তব্য করার জন্যই ও মিডিয়াতে আছে। এটা মেনে নিয়েই চলতে হবে।”
গত বছর হতাশাজনিত কারণে ছুটি নিয়েছিলেন তিনি। তখনও সমালোচিত হতে হয়েছিল তাঁকে। টেস্ট দলে আসার জন্য মরিয়া ম্যাক্সওয়েল গত বছর আইপিএলও খেলেননি।
কিন্তু টেস্ট দলে আসা তাঁর হয়নি। ম্যাক্সওয়েল তাই বলেছেন, “আমি এখন এই ধরনের সমালোচনা সামলাতে অনেক বেশি দক্ষ।”
TAG : Glenn Maxwell, Virender Shehwag
KEYWORDS : Glenn Maxwell, Viren
This News Related By : Australia.