
Rana Sikder
CrickBangla Reporter
ম্যাচ হেরে ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন ম্যাথু ওয়েড
5 August 2021 , 05:20 PM
প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৩১ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও জয় পেতে অজি বোলারদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের। দুই ম্যাচেই বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও ব্যাটসম্যানরা হচ্ছেন বরাবরই ব্যর্থ। ম্যাচ হেরে হতাশার সুরে এমন কথাই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। তবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অজিদের প্রস্তুতি যে কতোটা সুখকর হচ্ছে সেটি দৃশ্যমানই। এরইমধ্যে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের কাছে নাকানিচুবানি খায় অজি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করে যুতসই টার্গেট জড়ো করতে ব্যর্থ অস্ট্রেলিয়া।
টানা দুই হারের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দেখছেন ম্যাথু ওয়েড। ম্যাচ শেষে অজি অধিনায়ক বলেন, ‘আজ (গতকাল) আমরা ভালো অবস্থানে ছিলাম। কিন্তু সেটির সুবিধা নিতে পারিনি। প্রথম ম্যাচে আমরা প্রথম চার ওভারে খারাপ করেছি। আজ শেষ চার ওভাওে আমাদের দুজন ব্যাটসম্যান উইকেটে ছিল। কিন্তু এই সুবিধাটা কাজে লাগাতে পারিনি। দুই দলের বোলাররাই ভালো করেছে। এই মুহূর্তে আমাদের বোলিং কোনো সমস্যা না। সমস্যা ব্যাটিং নিয়ে। প্রথম ম্যাচে শুরু সমস্যা হয়েছে। এই ম্যাচে শেষে। আশা করি পরের ম্যাচ সবক্ষেত্রেই ভালো করবো আমরা।’
ম্যাচে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দেন ওয়েড। বলেন, ‘ওদের পেসাররা শেষের দিকে খুবই ভালো বোলিং করেছে। গতি কমিয়ে বল অনেক দূর ঘুরিয়েছে। আমরা পরের ম্যাচে ওদের এমন বোলিংয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।’
TAG : Bangladesh, Australia, T20 Series, Cricket
KEYWORDS : BD, AUS, T20
This News Related By : Australia.