
Rana Sikder
CrickBangla Reporter
কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ মাশরাফি-সাকিব-সৌরভরাও
26 November 2020 , 01:00 PM
ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গোটা বিশ্ব-ই যে শোকে পাথর হয়ে পড়বে সে তো জানাই।
ম্যারাডোনা শুধু কিংবদন্তি নন, অনেকের কাছেই ফুটবল নিয়ে আবেগের অপর নাম। সেই চিরায়ত আবেগ গতকাল দেহত্যাগ করেছে আর্জেন্টিনায় তাঁর নিজ বাসভবনে।
৬০ বছরের এ জীবনে ম্যারাডোনা শুধু দেহ-ই ত্যাগ করলেন, কিন্তু তাঁর অমরত্ব হয়েছে অনেক আগেই। সেই অমরত্ব ছুয়েগেছে বিশ্বের সব জায়গার সব প্রান্তের ক্রীড়াঙ্গণেও।
আর্জেন্টাইন মহাতারকার বিদায়ে কেবল ফুটবলাঙ্গনে নয়, শোকের ছায়া পড়েছে ক্রিকেটাঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা।
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার হৃদয়ও কাঁদছে। সব কান্নায় তো আর অশ্রু ঝরে না, কিছু কান্না মোড়ানো থাকে কষ্টের অক্ষরে।
বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব মনে করেন ম্যারাডোনা এমন একজন ফুটবলার ছিলেন, যিনি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবেন। আর্জেন্টাইন মহানায়ক সাকিবের চোখে সব প্রজন্মের কাছেই কিংবদন্তি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেছেন ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে, যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি এক খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না। খেলার মাঠে তিনি সব সময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তাঁর মতো কিংবদন্তি খেলোয়াড় ছিল বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!’
ম্যারাডোনাকে নিজের জীবনের সবথেকে বড় সুপারস্টার উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর। দা ড্রিবলিং মাস্টার। দিয়াগো আরমান্দো মারাদোনা।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। ক্রিকেট নিয়ে বিশ্ব মাতালেও, ফুটবলই ছিল তার প্রথম পছন্দ সেকথা তিনি অকপটেই স্বীকার করেছেন।
তিনি বলেছেন, ‘আমার নায়ক আর নেই। আমার পাগল জিনিয়াস চিরশান্তিতে থেকো। আমি তোমার জন্যই ফুটবল দেখতাম।’
TAG : Deigo Maradona, Shakib, Mashrafee, Saurov
KEYWORDS : Deigo Maradona, Cric
This News Related By : Bangladesh.