লিটন দাস বললেন আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে খুব কমই খেলি

'আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে খুব কমই যাই। ওই দেশের ক্রিকেটারদের সঙ্গে তো খেলিই না।
বাস্তব খেলার অভিজ্ঞতা থাকবে হবে। আমার কাছে মনে হয় আমাদের দলের এই জিনিসগুলোতে দুর্বলতা আছে। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপে গিয়ে বড় বড় বোলারকে খেলি। আমি ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে মিচেল স্টার্ককে মোকাবিলা করেছি মাত্র দুবার। '১৯ বিশ্বকাপে, আর ২০২১ সালের টি২০ বিশ্বকাপে। একজন বোলারকে টিভিতে দেখে বিচার করতে পারবেন না, যতক্ষণ নিজে মোকাবিলা করছেন।
অস্ট্রেলিয়ার প্রতিটি বোলার আমার কাছে এখন অপরিচিত। কারণ আমি খেলিইনি। প্যাট কামিন্স এবং জাম্পার দু'একটা বল খেলেছি। এখন হ্যাজেলউড বল করলে আমার কাছে অপরিচিত মনে হবে। একজন ব্যাটার তখনই ভালো করে, যখন নিয়মিত একজন বোলারকে খেলতে থাকবে।'