
Rana Sikder
CrickBangla Reporter
আসিফ আলীর ব্যাটিংয়ে মুগ্ধ কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম
31 October 2021 , 05:00 PM
ম্যাচে ফেভারিট দেখাচ্ছিল আফগানিস্তানকে। জয়ের জন্য শেষ ১২ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪ রান। আর ৭ বলে ২৫ রান করে ম্যাচ আফগানদের কাছ থেকে ছিনিয়ে নেন আসিফ আলী। আসিফের ব্যাটিংয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। দলে আসিফের অন্তর্ভুক্তি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদেরও একহাত নিয়েছেন আকরাম।
শুক্রবার শেষ তিন ওভারে ২৬ রান দরকার ছিল পাকিস্তানের। কিন্তু সহজ সেই সমীকরণ কঠিন হয়ে যায় আচমকা। আফগান পেসার নাভিন উল হক ১৮তম ওভারে দেন মাত্র ২ রান। এর মাঝে ওভারের শেষ বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান।কিন্তু ওই সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা আসিফ তাকে ফিরিয়ে দেন। শেষ ১২ বলে তখন পাকিস্তানের প্রয়োজন ২৪ রান। স্ট্রাইকে ১ বলে মাত্র ১ রান করা আসিফ। তবে এর পরের ৬ বলে তিনি যা করলেন, তাতে দুবাইয়ে আফগানদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। ১৯তম ওভারে জানাতের প্রথম বলেই লংঅফ দিয়ে আসিফ মারলেন ছক্কা। পরের বলটি ডট দেন জানাত। এরপর ওভারে আরও একটি বল ডট হয়েছে। কিন্তু মিড উইকেট, লংঅফ ও এক্সট্রা কাভার দিয়ে করিম জানাতকে আরও তিনবার উড়িয়ে মেরেছেন আসিফ। ৬ বল বাকি থাকতেই ম্যাচ শেষ!
অন্ধের মতো নয়, বরং আসিফ পরিকল্পনা করেই ব্যাট চালিয়েছেন ওই ওভারে। এভাবে যে তিনি ম্যাচ শেষ করতে পারেন সেই বিশ্বাস ছিল ওয়াসিম আকরামেরও। ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম টুইট করেন, ‘আসিফ আলী সবচেয়ে সেরা ফিনিশার। কী অসাধারণ পারফরম্যান্স পাকিস্তানের!’ আর এক লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, ‘পাকিস্তানিরা একটা কথাই শিখেছে, সব সময় তারা বলে এসেছে, ওকে তো যোগ্যতার ভিত্তিতে দলে নেয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, এখন তাহলে কে হাসছে? এখন হাসছে আসিফ আলী। একজন খেলোয়াড়কে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সমালোচনা করতে পারেন। কিন্তু কখনোই সীমা ছাড়িয়ে যাওয়া ঠিক না।’
ম্যাচের পর আসিফ বলেন, ‘আমি ম্যাচ পরিস্থিতির দিকে নজর রাখছিলাম। কোন কোন বোলারের বোলিং বাকি, ফিল্ডিং কেমনভাবে সাজানো রয়েছে, সেই অনুসারেই পরিকল্পনা করি। শোয়েব ভাইকে বলেছিলাম নাভিন ভালো বল করছে। তা ছাড়া যে প্রান্তে আমি ব্যাট করেছি সেখান থেকে বাউন্ডারিটা তুলনায় ছোট। এই প্রান্ত থেকে ২৫ রানও তুলতে পারবো, সেটাই শাদাবকে বলেছিলাম। সেভাবেই জয়টা তুলে নিয়েছি।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মাত্র ৬১১ বল খেলেছেন আসিফ আলী। এর মধ্যে ৪৭ বার ছক্কা হাঁকিয়েছেন এ পাকিস্তানি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫ ইনিংসে ব্যাট করা আসিফের ৪-এর চেয়ে ছক্কা বেশি।
TAG : Asif Ali, Wasim Akram, WT20, Pakistan
KEYWORDS : Asif, Wasim, T20, PA
This News Related By : Pakistan.