
Rana Sikder
CrickBangla Reporter
আগামী আইপিএলে নতুন করে দল সাজানোর পরিকল্পনা কলকাতার
16 November 2020 , 03:00 PM
টুর্নামেন্ট চলাকালীনই দীনেশ কার্তিকের সরে দাঁড়ানো। নাইট শিবিরের দায়িত্ব ইয়ন মর্গ্যানের কাঁধে। ওপেনার-মিডল অর্ডারে নানা পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু এতসবের পরও এবারের আইপিএলের প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। আর টুর্নামেন্ট শেষ হতেই শোনা যাচ্ছে, আগামী মৌসুমের জন্য নতুন করে দল সাজানোর পরিকল্পনা রয়েছে কর্মকর্তাদের। তাই দল থেকে ছেঁটে ফেলা হতে পারে তিন ক্রিকেটারকে।
গত বছর আঁটঘাট বেঁধেই আইপিএল নিলামে বসেছিল কিং খানের ফ্র্যাঞ্চাইজি। সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে ফর্মে থাকা অজি পেসার প্যাট কামিন্সকে দলে নেয় কেকেআর। এছাড়াও রাসেল, কুলদীপ, নারিন, মর্গ্যানের মতো তারকারা যে কোনও দলের সম্পদ। তবে এমন শক্তিশালী স্কোয়াড নিয়েও প্লে-অফে ওঠা হয়নি নাইটদের। মর্গ্যানের বেশ কিছু ভুল সিদ্ধান্তের পাশাপাশি দলের দুর্বল পারফরম্যান্সের জন্যই এবার লিগ পর্বেই যাত্রা শেষ করে তারা। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১৪ পয়েন্ট।
তাই ভুল শুধরে নিয়েই আগামী মৌসুমে মাঠে নামতে চায় নাইট শিবির। আর সেই জন্যই নাকি তিন তারকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারা তাঁরা? প্রথম নামটা শুনলে একটু অবাকই হতে পারেন।
পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়ায় এবার অনেকটা সময় ডাগআউটেই কাটাতে হয়েছিল কুলদীপকে। পাঁচ ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন ভারতীয় দলের চায়নাম্যান। এদিকে, এবার বল হাতে নজর কেড়েছেন বরুণ চক্রবর্তী। তাই নাইট দলে তাঁর স্থান টলমল বলেই শোনা যাচ্ছে।
হ্যারি গার্নির পরিবর্ত হিসেবে দলে জায়গা পেয়েছিলেন মার্কিন পেসার আলি খান। তাঁর বদলে আবার জায়গা হয় কিউই উইকেট-কিপার টিম সেইফার্টের। কিন্তু কার্তিক প্রথম একাদশে থাকায় তাঁর ঠাঁই হয়নি। তাই আগামী মৌসুমে আট বিদেশির মধ্যে তাঁকে নাও রাখতে পারে ফ্র্যাঞ্চাইজি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল ক্রিস গ্রিনকে। গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু কেকেআরের জার্সিতে খেলারই সুযোগ পেলেন না। মাত্র একটিই ম্যাচ খেলেন। যেখানে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। তাই বিদেশিদের তালিকা থেকে বাদ পড়তে পারেন গ্রিন।
TAG : IPL, Kolkata Knight Riders, CrickBangla
KEYWORDS : IPL, Kolkata Knight
This News Related By : India.