প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
মহেন্দ্র সিং ধোনির
শূন্যতা পূরণ করা সম্ভব নয় কারও পক্ষেই। জানিয়ে দিলেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ফরম্যাটেই ভারতীয় দলে রয়েছেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁকে উইকেটকিপার হিসেবেও দেখা হচ্ছে। কিন্তু, নিজেকে ধোনির বিকল্প হিসেবে দেখছেন না তিনি।লোকেশ রাহুল সোজাসুজি বলেছেন, “ধোনির জায়গা কেউই নিতে পারবে না। কী ভাবে একজন উইকেটকিপার-ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে হয়, তা ওই দেখিয়েছে। আমরা ওর থেকে অনেক কিছু শিখেছি।”
উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের গাইড করতেন ধোনি। ফিল্ডিং সাজিয়ে দিতেন। সেক্ষেত্রে লোকেশ কীভাবে বোলারদের পরামর্শ দেবেন?
রাহুল বলেছেন, “যুজবেন্দ্র চহাল, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের সঙ্গে আমার ঠিকঠাক বোঝাপড়া রয়েছে। কোনটা বেটার লেন্থ বা কোন গতিতে বল করতে হবে বা ফিল্ডিংয়ে পরিবর্তন করতে হবে কি না, তা নিয়ে আমার যা মনে হবে, ওদের বলব। উইকেটকিপিংয়ের গ্লাভস যার হাতেই উঠবে, তাকেই এই দায়িত্ব নিতে হবে।”
এদিকে রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন রাহুলই।
আগামী বছর ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় ফের হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। রাহুল যে এই ৩ বিশ্বকাপেই উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে যে জাতীয় দলে খেলতে চান, তা পরিষ্কার করে দিয়েছেন।
তাঁর কথায়, “আমরা দলগত ভাবে এখনও অত দূর ভাবছি না। বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দলের দীর্ঘমেয়াদি ভিশন সেটাই। আমরা একটা ম্যাচ ধরে ধরে সামনে রেখে এগোতে চাইছি। আর আমি যদি কিপার ও ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিক থাকতে পারি, তবে দল বাড়তি একজন বোলার বা ব্যাটসম্যান খেলাতে পারে। যদি আগামী ৩ বিশ্বকাপে কিপিং করতে পারি, তবে তা দেশের জন্য ভালবেসেই করব।”
এইবারের আইপিএলে পাঞ্জাবের হয়ে ওপেনিংয়ে বেশ সফল। সেক্ষেত্রে জাতীয় দলে কত নম্বরে ব্যাট করতে চান তিনি?
রাহুল বলেছেন, “কোন ফরম্যাটে খেলছি, আমার থেকে দল কী চাইছে, কোন কম্বিনেশন ভাল হচ্ছে, এ সবের উপর নির্ভর করছে ব্যাটিংয়ের জায়গা। শেষ ওয়ানডে সিরিজে আমি ৫ নম্বরে খেলেছিলাম। কিপিংও করেছিলাম। আর আমি সেই ভূমিকা উপভোগও করেছিলাম। দল আমাকে যে ভূমিকায় দেখতে চাইবে, সেটাই খুশি মনে পালন করব।”
By Crick Bangla