প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
বক্সিংডে টেস্টের শুরুটা দারুণ করে পাকিস্তান। তবে সময় গড়ানোর সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে কিউইরা। ৩ উইকেটে ২২২ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। কেন উইলিয়ামনস ৯৪ ও হেনরি নিকোলস ৪২ রানে অপরাজিত রয়েছেন।
কেন উইলিয়ামসন ছুঁয়েছেন সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের রেকর্ড। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ৫০ বা তার বেশি রানের ইনিংস সর্বোচ্চ ৫৫টি ছিল ফ্লেমিংয়ের (১১১ টেস্টে)। উইলিয়ামসন ফ্লেমিংকে ছাড়িয়ে গেলেন ৮২ টেস্টেই। ৭০ রানে ফেরা অভিজ্ঞ রস টেলরও গড়েছেন দারুণ রেকর্ড।
তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন টেলরের (৪৩৮ ম্যাচ)। তিনি ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টরিকে (৪৩৭ ম্যাচ)।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের ৩৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ রিজওয়ানের। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাবর আজমের পরিবর্তে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া রিজওয়ান। বে ওভালের সবুজ উইকেটে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। ১৩ রানের মধ্যে দুই ওপেনার টম লাথাম (৪ রান) ও টম ব্লান্ডেলকে (৫ রান) সাজঘরে পাঠান পেসার শাহীন আফ্রিদি। উইলিয়ামসন ও টেলরের তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭০ রানে টেলর ফিরলে ভাঙে ১২০ রানের জুটি। টেস্টে এই দুই ব্যাটসম্যানের এটি দশম শতরানের জুটি। যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ। চতুর্থ উইকেটে নিকোলসকে নিয়ে আরেকটি দারুণ জুটি গড়েন উইলিয়ামসন। তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে প্রথম দিনটি স্বাগতিকদের। নিউজিল্যান্ড অধিনায়ক অপেক্ষায় ক্যারিয়ারের ২৩তম টেস্ট সেঞ্চুরির।
সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৮৭ ওভারে ২২২/৩ (উইলিয়ামসন ৯৪*, রস টেলর ৭০, হেনরি নিকোলস ৪২*; শাহীন আফ্রিদি ৩/৫৫)।
By Crick Bangla