
Rana Sikder
CrickBangla Reporter
আজ দুপুর ১ঃ৩০টায় মাঠে নামছে শক্তিশালী খুলনা ও চট্টগ্রাম
28 November 2020 , 01:00 PM
জেমকন খুলনা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খেলায় ফরচুন বরিশালের বিপক্ষে জয় লাভ করে।
কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে তারুণ্যনির্ভর মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ৬ উইকেটে পরাজিত হয়।
এক নজরে দেখে নিন জেমকন খুলনার টুর্নামেন্টের প্ল্যেয়ার লিস্ট।
খুলনা স্কোয়াড:
মাহমুদউল্লাহ [অধিনায়ক], সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, আনামুল হক, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভগাতা হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন , জহুরুল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে।
৯ উইকেটের বিশাল জয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
আজকের ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাওয়ার সুযোগ থাকছে সৌম্য-লিটনদের।
চট্টগ্রাম স্কোয়াড:
মোঃ মিঠুন [অধিনায়ক], মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নিহাদুল ইসলাম, সৈকত আলী, মমিনুল হক, রকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।
TAG : Bangabandhu T-20 Cup, Gemcon Khulna, GaziGroup Chattogram
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.