ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাই। করোনার টিকার দু’টি ডোজই নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবুও রক্ষা হলো না, করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা সিরিজের টিম লিডার ও বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন সুজন। নিভৃতবাস শেষে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থ থাকায় আসন্ন হোমওয়ানডে সিরিজে দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। নমুনা প্রদানের পর পিসিআর টেস্টে সুজনের নমুনার ফল পজেটিভ এসেছে।
গণমাধ্যমকে সুজন জানান, বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।করোনা পজেটিভ হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে দলে থাকা হচ্ছে না তার। ঠাণ্ডাজনিত অসুস্থতা থাকলেও শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন সুজন।
সুজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘করোনা পজেটিভ হওয়ায় দলের সঙ্গে নেই তিনি (সুজন)। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আপাতত ঘরেই আইসোলেশনে থাকবেন তিনি।’
TAG : Khaled Mahmud Sujon, Corona, BCB, BDCricket
KEYWORDS : Sujon, Corona, BCB,
This News Related By : Bangladesh.